
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম ১১ দিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে ১১ দিনে মোট ৫৭৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত একদিনে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা বিভাগে ৯ জন করে ১৮ জন ছাড়াও রাজশাহী বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন।
অপরদিকে বছরের প্রথম ১০ দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সবচেয়ে বেশি ১১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ১১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০১, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, বরিশাল বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।