
চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের চিকিৎসা সহায়তায় ১ কোটি টাকার ওষুধ ও ২০০ জন চিকিৎসক ও নার্স সৌদি আরবে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, ‘হজ ব্যবস্থাপনা যেন কোনোভাবেই বিঘ্ন না ঘটে, সে জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যদি কেউ দায়িত্বে গাফিলতি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ৯টি হজ এজেন্সিকে ভাড়া ও পরিবহন সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার কারণে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ধর্ম উপদেষ্টা আরও জানান, ‘আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট চালু হবে। হাজিদের চিকিৎসা সেবার জন্য এবার সৌদি আরবে পাঠানো হচ্ছে প্রশিক্ষিত ২০০ জন চিকিৎসক ও নার্স এবং ১ কোটি টাকার প্রয়োজনীয় ওষুধ।’
সরকারি ব্যবস্থাপনায় এবার ৫ হাজার ২০০ জন হজে যাচ্ছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন। তবে কিছু এজেন্সির অনিয়মের কারণে ১০ হাজার ৪৮৭ জন হাজির ব্যবস্থাপনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের বারবার তাগাদা দেয়া হয়েছে।