
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিয়েশন যন্ত্র অচল থাকায় চিকিৎসা ব্যাঘাত হওয়ার খবরে হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। এ সময় তিনি বহির্বিভাগ, আন্তঃবিভাগ, রেডিয়েশন রুম, প্যালিয়েটিভ কেয়ার বিভাগসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন। একইসঙ্গে স্বাস্থ্যের ডিজি বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীদের থেকেও চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মহাখালীতে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্যের ডিজির সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান, পরিচালক এমআইএস ডা. শাহ আলী আকবর আশরাফীসহ আরও অনেকে।
এসময় স্বাস্থ্য মহাপরিচালকসহ পরিদর্শন দলকে হাসপাতালের সেবার সার্বিক অবস্থা তুলে ধরেন ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর।