ডা. সাদিসহ ডেলটা হেলথকেয়ারের ৫ জনের জামিন

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ডেলটা হেলথকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ রিকশাচালক মো. ইসমাইলকে চিকিৎসা না দিয়ে অবহেলা করার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সাদি বিন শামসসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

অপর আসামিরা হলেন- ডেলটা হেলথকেয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেনেন্স বোরহান উদ্দিন, সিকিউরিটি গার্ড ইসমাঈল ও নাজিম উদ্দিন।

এর আগে ১৭ জানুয়ারি বিকেলে ডেল্টা হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে হাতিরঝিল থানা পুলিশ। পরদিন হাতিরঝিল থানার হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে ইসমাইল আলী গুলিবিদ্ধ হন। মামলার আসামিদের অস্ত্রের মহড়ার কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি। স্ত্রী লাকি বেগম হুমকির কারণে লাশটা পোস্ট মর্টেম করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর লাকি বেগম হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।

সূত্র: ঢাকা পোষ্ট
0Shares
আরও পড়ুন  ডেঙ্গু আক্রান্ত আরও ৬ জন হাসপাতালে ভর্তি