
দেশের স্বাস্থ্যখাত সংস্কারে স্বল্প-মধ্য ও দীর্ঘ এই তিন মেয়াদে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের প্রস্তাবনা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এসময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের স্বার্থে যে সুপারিশগুলো করা হবে সেগুলো সংস্কারে প্রাধান্য দিতে। একই সঙ্গে স্বাস্থ্যখাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ি করে তিনি।
স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থার জন্য পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতিকে দায়ি করে খন্দকার মোশাররফ বলেন, রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে।
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. মোশাররফ জানান, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব।
শুধু স্বাস্থ্য খাতই নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকার সব দল ও গোষ্ঠীর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, ব্যক্তিস্বার্থে ওষুধের উৎপাদন বাড়তে দেয়নি বিগত সরকার। সুবিধাবাদিদের খপ্পড়ে পরে প্রতিটি সেক্টর ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে।
৫০ বছর আগের তুলনায়, জনগণ অনেক স্বাস্থ্য সচেতন মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংস্কার উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়। তবে একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে সেবার মান বাড়াতে হবে বলেও জানান তিনি।