নাটোরে পুষ্টির মান উন্নয়ন কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনে শহর এলাকায় পুষ্টির মান উন্নয়নে আন্তঃবিভাগীয় কৌশলপত্র প্রণয়নে জেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল দশটায় নাটোর পৌরসভা মিলনায়তনে দিন ব্যাপী এই কর্মশালা শুরু হয়।

কর্মশালায় বক্তারা বলেন, খাদ্যের মান, খাদ্যাভাস, খাদ্য মজুদ, খাদ্য সরবরাহ ব্যবস্থাপনা, একাডেমিক শিক্ষায় মায়েদের পিছিয়ে থাকা, শিশুদের ডিভাইস আসক্তি, বাল্যবিবাহ ইত্যাদি কারনে শহরের বাসিন্দরা পুষ্টি চাহিদার কাংখিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছেন।

সমস্যা উত্তরণের জন্যে স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং ওয়াশ (পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা)-এই পাঁচটি ক্ষেত্রের মান উন্নয়ন এবং সমন্বয় হওয়া প্রয়োজন। এই পাঁচটি ক্ষেত্রের সকল রিসোর্সকে ব্যবহার করে সমন্বিতভাবে পরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার।  এজন্যে এলাকাভিত্তিক চাহিদা নিরুপন করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) উপ পরিচালক ডা. আকতার ইমাম ও ডা. নুসরাত জাহান মিথেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন, নিউট্রিশন ইন্টারন্যাশনালের সিনিয়র এডভাইজর ডা. রুহুল আমিন তালুকদার ও কনসালটেন্ট আবু সুফিয়ান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক প্রমুখ।

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এবং নাটোর পৌরসভা যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে।

0Shares
আরও পড়ুন  “ইকো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সৌন্দর্য বর্ধন কর্মসূচী পালিত ”