
সিঙ্গাপুর জাতীয় চক্ষু হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন ২৪-এর গণঅভ্যুত্থানে আঘাতপ্রাপ্ত চার আন্দোলনকারী। তাদের নতুন করে কারও অপারেশনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০৫৮৫ ফ্লাইটে দেশে ফিরেন তারা। চোখে আঘাতপ্রাপ্ত চার আন্দোলনকারী হলেন—ইয়ামিন, মো. রমজান, সালমান ও জুবায়ের।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি-০৫৮৪ ফ্লাইটে সিংগাপুর যান তারা। সিঙ্গাপুরের চিকিৎসকরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
চিকিৎসকরা জানান, দেশে তাদের যে চিকিৎসা দেয়া হয়েছিল, সেগুলো চলমান রাখতে হবে। এ ছাড়া তাদের নতুন করে কারও অপারেশনের প্রয়োজন নেই।
0Shares