
পবিত্র রমজান মাস উপলক্ষে একাডেমিক ও হাসপাতালের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। ১ রমজান থেকে এই সময়সূচি কার্যকর হবে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে আগামী ১ রমজান থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস এবং হাসপাতালের বহির্বিভাগ পরিচালনার জন্য নিম্নরূপ সময়-সূচি নির্ধারণ করা হয়েছে।’
নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস ও বহির্বিভাগের ক্ষেত্রে সময়সূচি নির্ধারিত থাকবে। এর মধ্যে দুপুর ১টা১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
তবে পিসিআর ল্যাবসহ পরীক্ষা-নিরীক্ষাসংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগ ও অফিসের কার্যক্রম প্রচলিত রোস্টার অনুযায়ী চালু থাকবে। পবিত্র ঈদ-উল ফিতরের ছুটির পর বর্তমান অফিস সময়সূচি (সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট) পুনরায় বলবত হবে।
এদিকে রমজান মাসে বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিসের সময়সূচি হবে দুপুর ০২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। পবিত্র ঈদ-উল ফিতরের ছুটির পর বর্তমান সময়সূচি বাতিল হবে এবং পূর্বের (দুপুর ৩টা থেকে বিকাল ৬টা) সময়সূচি বলবত হবে।
এ ছাড়া রমজান মাসে সুপার স্পেশালাইজড হাসপাতাল সার্ভিসের সময়সূচি হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত (দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহর নামাজের বিরতি) এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর বর্তমান সময়সূচি বাতিল হবে এবং পূর্বের সময়সূচি বলবত থাকবে।