ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় আগামী ১২ মার্চ

ডাক্তার পদবি সংক্রান্ত রিটের রায় ঘোষণার দিন আগামী ১২ মার্চ ধার্য করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দেশের মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের একাধিক সংগঠনের সমন্বয়ে যাত্রা শুরু করেছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব) এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেন আগামী ১২ই মার্চ এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে মেডিকেল সহকারীরা ‘ডাক্তার’ উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেন। অবশেষে দীর্ঘ ১১ বছরে ৯৩ তম শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হলো।

এদিকে, রিটের রায়কে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারাদেশে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও শাটডাউন কর্মসূচি পালন করেন চিকিৎসক ও মেডিকেল, ডেন্টাল শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শহীদ মিনারে চিকিৎসকরা সমাবেশ করেন তারা।

সমাবেশ শেষে চিকিৎসকরা মিছিল নিয়ে হাইকোর্টের উদ্দেশ্যে যাত্রা করেন। হাইকোর্টে ১৪৪ ধারা জারি করা হয়েছে আগে থেকেই, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে চিকিৎসকদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

0Shares
আরও পড়ুন  সুরক্ষা টিভি'র জন্য শুভ কামনা জানালেন সাংবাদিক ফরিদ আহম্মদ বাঙ্গালী