“মেলার মাঠেই ঈদের জামাত: ঢাকা উত্তর সিটির উদ্যোগে

রিপন সালাউদ্দিন : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার প্রথমবারের মতো একটি নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। নগরবাসীর সুবিধার্থে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজের বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে। এটি ডিএনসিসির পক্ষ থেকে এক অনন্য উদ্যোগ, যা শহরের মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নগরবাসীর ধর্মীয় অনুশীলনকে সহজ ও নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নামাজের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা, সুলতানী আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।”, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, এবং সুপেয় পানিসহ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। অনেকেই বলছেন, রাজধানীতে খোলা জায়গায় ঈদের জামাতের স্থান কমে যাওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া, এটি একটি সুসংগঠিত ও প্রশস্ত জায়গা হওয়ায় মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলো। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীও উপস্থিত থাকবে যাতে নামাজ আদায় নির্বিঘ্ন হয়।

ডিএনসিসির এই মহতী উদ্যোগ নগরবাসীর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগারগাঁওয়ের এই ঈদ জামাতের সফল বাস্তবায়ন ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পথ সুগম করবে।

0Shares
আরও পড়ুন  রংপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল